হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই হাজার কৃষকের মাঝে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মাঠে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিজন কৃষককে ১০ কেজি ধানের বীজ ও ২০ কেজি করে দুই রকমের রাসায়নিক সার প্রদান করা হয়। কৃষকরা একদিনে প্রায় ২৫ লাখ টাকার কৃষি উপকরণ বিনামূল্যে পেয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আবু জাহির বলেন, আওয়ামী লীগ কৃষকদের সার-বীজের পাশাপাশি মূল্যবান যন্ত্রপাতিও দিচ্ছে। এজন্য দেশের কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণিপেশার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনে। অন্যদিকে খালেদা জিয়া কৃষকদের মাঝে প্রতারণা করেছিলেন; সার চাওয়ায় কৃষকদের গুলি করে হত্যা করিয়েছিলেন।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম প্রমুখ।
এছাড়ও জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুই হাজার নারী-পুরুষের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। পরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বক্তব্য রেখেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj