স্টাফ রিপোর্টার :
কয়েকদিনের তীব্র গরমে হবিগঞ্জ জেলায় তিনজন দিনমজুরের মৃত্যু হয়েছে। জেলার মাধবপুর ও লাখাই উপজেলার বাসিন্দা তারা।
গত তিনদিনে হিট স্ট্রোকে তাদের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মৃতরা হলেন- মাধবপুর উপজেলায় তালেবপুর গ্রামের সাঈম উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন (২২), একই উপজেলার কুলাইচর গ্রামের ফেরদৌস মিয়া (৫৫) ও লাখাই উপজেলার সিংহগ্রামের মৃত আজম আলীর ছেলে আওয়াল মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক রায়হান উদ্দিন মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে তীব্র গরমে অজ্ঞান হয়ে পড়েন।
পরে আশপাশের লোকজন তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
এর আগে লাখাই উপজেলার আওয়াল মিয়া গত সোমবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীতে রিকশা চালানোর সময় তপ্ত রোধের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের সামনে হঠাৎ সড়কে লুটিয়ে পড়েন।
এ সময় তার রিকশায় দুজন যাত্রী ছিলেন।
পরে আশপাশের পুলিশ সদস্যরা আওয়াল মিয়াকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরীক্ষা করে জানা যায় তিনি হিট স্ট্রোকে প্রাণ হারিয়েছেন। গতকাল নিজ এলাকায় রিকশাচালক আওয়াল মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে গত রোববার তীব্র গরমে মাধবপুর উপজেলার ফেরদৌস মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়।
উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, রোববার দুপুরে ফেরদৌস মিয়া কাশিমনগর বাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে মাধবপুর স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj