শেখ মোঃ হারুনুর রশিদ:
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নসরতপুরের বন্ধ থাকা ১১মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু হয়েছে বলে দাবী করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
মঙ্গলবার(২৩এপ্রিল) ফেসবুক লাইভে সুখবরের বার্তা নিয়ে এসে তিনি জেলাবাসীর উদ্দেশ্যে বলেন,গ্যাস সংযোগ না থাকার কারণে নসরতপুর ১১মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এতদিন বন্ধ ছিল।পেট্রোবাংলা ও বিদ্যুৎ কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন,বন্ধ থাকা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস সংযোগের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু হয়েছে।এখন আশা করা যাচ্ছে আর আগের মতো এতটা লোডশেডিং হবেনা।লোডশেডিং হলেও পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনা যাবে।
কারণ এখন আর উৎপাদনে ঘাটতি থাকবেনা।তিনি বলেন,নিরবচ্ছিন্ন বিদ্যুৎতের সুবিধা শুধু চুনারুঘাট-মাধবপুরের মানুষ-ই পাবেনা।সমগ্র জেলাবাসী এ সুবিধা ভোগ করতে পারবেন।গ্যাস লাইন সংযোগ দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু করায় প্রেট্রোবাংলার চেয়ারম্যান,জালালাবাদ, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব,১১মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইনচার্জসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি।
উল্লেখ্য,গেল রমজান মাসে ২০ দিনের সফরে আমেরিকায় গিয়েছিলেন ব্যারিস্টার সুমন।ওই সময় চুনারুঘাট-মাধবপুর তথা সমগ্র জেলা জোড়ে চলছিল বিদ্যুৎতের অসহনীয় লোডশেডিং।হতাশাগ্রস্থ হয়ে পড়েছিলেন গ্রাহকরা।এব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে ব্যারিস্টার সুমনের কাছে অভিযোগ করেছিলেন তাঁর নির্বাচনী এলাকার জনগণসহ অনেকেই।
তখন তিনি দেশে ফিরে লোডশেডিংয়ের বিরুদ্ধে মহাসমাবেশের ডাক দেয়ার ঘোষণা দিয়েছিলেন।পরে হবিগঞ্জ পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার(জিএম)-এর সাথে যোগাযোগ করে লোডশেডিং সমস্যা সমাধানের কথা বলেছিলেন তিনি।তখন জিএম ব্যারিস্টার সুমনের সহযোগিতা চেয়েছিলেন।
ব্যারিস্টার সুমন সহযোগিতা করলে বিদ্যুৎ কর্তৃপক্ষ লোডশেডিং সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বস্তও করেছিলেন।এ ব্যাপারে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সর্বাত্মক সহযোগিতা করেন। এরই ফলশ্রুতিতে গতকাল ১১মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj