শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাচন জমে উঠেছে। গণ-সংযোগে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। ভোটের দিন যতো এগিয়ে আসছে, প্রচারণা ততই বাড়ছে।
সম্ভাব্য প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। সভা-সমাবেশে যোগ দিচ্ছেন বিভিন্ন পাড়া-মহল্লায়। প্রচার-প্রচারণায় ছুটে চলেছে কর্মীরা।ভোটাদের মধ্যেও দেখা যাচ্ছে বেশ আগ্রহ।
শায়েস্তাগঞ্জ উপজেলা ঘিরে জনসাধারণের কৌতূহল বেশি।চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন মহলে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা।
ভোটাররা জানান, জনপ্রতিনিধি হিসেবে বিপদে-আপদে পাশে পাওয়া যাবে- এমন প্রার্থীকেই ভোট দেবেন তাঁরা। জনবিচ্ছিন্ন কোনো প্রার্থীকে তাঁরা চান না।
ভোটাররা আরও জানিয়েছেন তারা সৎ ও যোগ্য ব্যক্তিকেই ভোট দেবেন।
আগামী ২৯ মে শান্তিপূর্ণ পরিবেশে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনে জনবান্ধব ও পছন্দের প্রার্থীর পক্ষেই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে চান।
জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচার চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আওয়ামী লীগ নেতা মো.আতাউর রহমান মাসুক, জাতীয় পার্টির নেতা সাবেক ফুটবলার মো. রকিব আহমেদ, মো. গাজীউর রহমান সাজু, সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের ভাতিজা জেলা স্বেচ্ছাসেকলীগ নেতা সানিউল হক শুভ।
ভাইস-চেয়ারম্যান পদে প্রচারে রয়েছেন সাবেক পৌর কাউন্সিলর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসম আফজল আলী রুস্তম, হবিগঞ্জ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন রুমি, খন্দকার শফিক মিয়া সরদার, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির আসাদ, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন জাকারিয়া।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, মমতাজ বেগম ডলি, রবিনা আক্তার রুবি তারাও প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় ভোটার প্রায় ৫০ হাজার উপরে ।শায়েস্তাগঞ্জ উপজেলা জুড়ে সর্বত্র এখন আলোচনার বিষয় নির্বাচন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj