মোহাম্মদ আলী সরকার,শায়েস্তাগঞ্জ:
গত বুধবার রাতে প্রবল ঘূর্ণিঝড়ে শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্থানে কলাবাগানসহ বিভিন্ন ফসল ও গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কোন কোন স্থানে রাস্তার উপরে বিদ্যুতিক তারের উপরে গাছ ভেঙ্গে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তাছাড়া ভুট্টা, বেগুন,টমেটোসহ অন্যান্য ফসলের ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ছনাও গ্রামের মোঃ আমির খান চাঁন খা ও একই গ্রামের মোঃ আখতার হোসেনের কলা বাগানের ও ব্যাপক ক্ষতি হয়েছে। আলাপকালে তারা জানান, তাদের কলাবাগানে প্রবল ঘূর্ণিঝড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এতে তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছেন। এদিকে বৈদ্যুতিক তারের উপরে গাছ ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বেশ কয়েকটি পোল্ট্রি ফার্মের ছোট ছোট বয়লার মোরগের বাচ্চা মরে গেছে। এতে আর্থিক ভাবে ওই ফার্মের মালিকরাও ক্ষতিগ্রস্থের স্বীকার হয়েছেন।
তাছাড়া টানা একদিন এক রাত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক বাসা বাড়িতে পানি সংকট দেখা দিয়েছে। এতে করে অনেকেই ভোগান্তিতে পড়েছেন। এদিকে শায়েস্তাগঞ্জের পার্শ্ববর্তী রাজ্জাকপুর গ্রামে প্রবল ঘূর্ণিঝড়ে গাছ ভেঙ্গে বিদ্যুতিক তারের উপর পড়ে যাওয়ায় ২দিন যাবত ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj