নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টি করছে একটি প্রভাবশালী মহল।জলাবদ্ধতার করণে সাধারণ মানুষ পরেছে বিপাকে।
জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে বাজারের আশেপাশের সরকারি ভুমি চলে গেছে প্রভাবশালীর দখলে। তারা খালের উপর দালান ঘর নির্মাণ করায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বেদখলের কারণে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব ও অন্যদিকে খাল ভরাট হওয়ায় বাড়ছে জলাবদ্ধতা।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও মুনসুরপুর, দিঘিরপাড় মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণ করেছে
অবৈধ দখলদাররা।
এই ভাবে খালের উপর ঘর নির্মাণ করায় চিরচেনা সেই খালটি শুধুই এখন ইতিহাস।এক সময়ে বর্ষার পানি ও জুয়াড়ে পানি এ খাল দিয়ে বয়ে যেত। ওই পানি দিয়ে এলাকায় সহস্রাধিক হেক্টর বোরোধাণ আবাদ হতো। খাল দখল হওয়ায় এখন বোরো আবাদ বন্ধ হয়ে গেছে। খালে ছিল প্রভাল স্রোত।
এর সংযুক্তি ছিল ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বিবিয়ানা নদী। এলাকার ৫০/৬০ জন ক্ষতিগ্রস্তের শিকার ব্যক্তি অভিযোগ করে বলেন, প্রভাবশালী কিছু লোক ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠের দখলে থাকা পশ্চিম অংশের ডোবা বিবিয়ানা নদী ভরাট করে সরকারি ভুমি দখলের পায়তারা করছে।
এ বিষয়ে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সদস্য বলেন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১ খতিয়ান এস এ ৩৩০ দাগের দখল কৃত ভুমি কেউ দখল করতে চাইলে আমরা এলাকার মানুষ সহ ছাত্র ছাত্রীগণ কে নিয়ে প্রতিহত করতে প্রস্তুত।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার জানান, সরকারি সার্ভেয়ার দিয়ে জায়গাটি মেপে দেখা হবে। সরকারি জায়গায় বা খাল দখল করে কেউ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj