শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
ঈদের টানা ৫ দিনের ছুটি শেষে এখন কর্মস্থলে ফিরছে মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন শেষে শুরু হয়েছে আরেক যুদ্ধ, ট্রেন ও বাসে চড়ে কর্মস্থলে ফেরা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে কর্মমুখী মানুষের ভিড় বেশি।
ছুটি শেষে সোমবার খুলেছে সরকারি অফিস- আদালত, ব্যাংক বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান। তবে কেউ কেউ এখনো অতিরিক্ত ছুটিতে রয়েছেন। স্বাভাবিক কারণেই গতকাল অফিসগুলোতে হবিগঞ্জের তেমন কর্মচাঞ্চল্য দেখা যায়নি। ছিল অনেকটা ঢিলেঢালা ভাব।
সোম ও মঙ্গলবার হবিগঞ্জ বাসস্ট্যান্ড, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এবং শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায় কর্মব্যস্ত মানুষের ঘরে ফেরার চিত্র।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, গতকাল সোমবার ১৫ এপ্রিল সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় চারটি ট্রেন। দিনের পৃথক পৃথক সময়ে শায়েস্তাগঞ্জ থেকে হাজারো অধিক যাত্রী ঢাকা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন।
সোমবার সকালে ১৩০ জন অতিরিক্ত যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ত্যাগ করে ঢাকামুখী কালনী এক্সপ্রেস। ৪০০ জন অতিরিক্ত যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ত্যাগ করে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস, বিকেল ৩টা ৪০ মিনিটে ১০০ জন বেশী যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ত্যাগ করে ঢাকামুখী জয়ন্তিকা এক্সপ্রেস এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ১৫০ জন অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য যাত্রা করে পারাবত এক্সপ্রেস। তবে যাত্রীদের অনেকেই ট্রেনে সিট না পেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেনের ছাদে বসে ভ্রমণ করতে দেখা গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj