শিব্বির আহমদ আরজু :
বিশ্বজয়ী হাফেজ বশির আহমদকে গণসংবর্ধনা দিবে বানিয়াচং ইসলামি যুব সমাজ।
রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণে গণসংবর্ধনা প্রদান করা হবে।
এতে সভাপতিত্ব করবেন বানিয়াচং ইসলামি যুব সমাজের সভাপতি ও মোফাচ্ছিরে কোরআন মাওলানা নাসির উদ্দিন সৌরভ।
গণসংবর্ধনায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
এ ছাড়াও শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), শায়খুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা শায়খ মখলিছুর রহমান, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, সাবেক ভাইস প্রিন্সিপাল কাজী মুফতি আতাউর রহমান ও মাওলানা শায়খ আব্দুল ওয়াদুদ। গণসংবর্ধনাকে সফল ও সার্থক করতে দফায় দফায় পরামর্শ সভা করছেন আয়োজক কমিটি। এ ছাড়াও আলেম-উলামা, শিক্ষক, রাজনীতিকসহ গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত- ২০২৪ সালে বিশ্ব প্রতিযোগিতা মঞ্চে ইরানে ১১০টি দেশের প্রতিনিধিকে হারিয়ে ১ম স্থান অধিকার করেন হবিগঞ্জের কৃতি সন্তান হাফেজ বশির আহমদ। এর আগে হাফেজ বশির আহমদ আলজেরিয়ায় বিশ্ব প্রতিযোগিতায় ৩য়,
২০২১ সালে এনটিভি প্রতিযোগিতায় ১ম ও ২০২২ সালে হুফফাজুল কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন। তাঁর বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj