মোহাম্মদ আলী সরকার,শায়েস্তাগঞ্জ :
আর মাত্র দুই তিনদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে শায়েস্তাগঞ্জ শহরে জমে উঠছে ঈদ বাজার। শহরে মার্কেট ও শপিংমলগুলতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। দিনে একটু ফাঁকা থাকলেও ইফতারের পর থেকে বাড়ছে মানুষের আনাগোনা। যেন জমজমাট হয়ে উঠেছে ঈদের বাজার। কাপড়ের দোকান থেকে শুরু করে জুতা,কসমেটিকস্ আর গহনার দোকানে নারী পুরুষের ভিড় চোখে পরার মত।
ঈদের বাজারে বাহারি ডিজাইনের নতুন নতুন কাপড় দিয়ে পসরা সাজিয়েছেন দোকানিরা। বেচাঁ কেনা গত বছরের তুলনায় ভালই হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
অপরদিকে ক্রেতারা বলছেন,গত বছরের তুলনায় এবছর অন্যান্য জিনিষের সাথে প্রতিযোগিতা করে কাপড়ের দামও বৃদ্ধি পেয়েছে। যার কারণে ইচ্ছা থাকলেও আয়ের সাথে ব্যায় হিসাব করে মধ্যবিত্তরা সাধ এবং সাধ্যের মধ্যে কেনা কাটা করছেন।
তবে অনেক ক্রেতারা জানান, প্রশাসনের পক্ষ থেকে ঈদকে সামনে রেখে কাপড়ের বাজার মনিটরিং করলে হয়তো অস্বাভাবিক দাম বৃদ্ধি পেত না।
চলতি বছরে বেশ কয়েকটি নতুন ডিজাইনের জামা কাপড় বাজারে এসেছে। এর মধ্যে আলিয়া কাট জামা, জারকান জামা, সারারা,গারারা,পাখি জামা,টিস্যু সাদাবাহার জামা ইত্যাদি উল্লেখ যোগ্য।তবে এসকল জামার দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাহিরে থাকার কারণে খুব একটা বিক্রি হচ্ছেনা বলেও জানান বিক্রেতারা।
আলাপকালে শায়েস্তাগঞ্জ দাউদ নগর বাজার কে আলী প্লাজায় অবস্থিত ফ্যাশন মহলের ব্যবসায়ি আব্দুল কাদির জানান, তার দোকানের বেচাঁ কেনা ভালই হচ্ছে। তিনি আরো বলেন, তার দোকানে কোন ক্রেতা কাপড় ক্রয় করলে যদি ওই কাপড় অন্য কোন দোকানে তার চেয়ে কম দামে পাওয়া যায় তাহলে ক্রেতার কাছ থেকে তিনি বিক্রয় কৃত কাপড় ফেরত নিতে বাধ্য থাকেন।
তাছাড়া ক্রেতার সুবিধার্থে বিক্রয় কৃত কাপড় ও পরিবর্তন করতে বাধ্য থাকেন। উল্লেখিত সুবিধার কারণে তার দোকানের বেচাঁ কেনার মান ভাল।
এদিকে জুতা ও শাড়ি কাপড়ের দোকান ঘুরে দেখা যায়, গত বছরের তুলনায় এবছর শাড়ি বেধে প্রতিটি শাড়িতে দাম বেড়েছে ৩শত থেকে ৪শত টাকা।
জুতার দোকান গুলোতেও গত বছরের তুলনায় ৫০ থেকে ১শত টাকা প্রতি জোরে জুতায় দাম বৃদ্ধি পেয়েছে।
উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের ক্রেতা রহিম মিয়া জানান, দুই মেয়ের জন্য ঈদের নতুন জামা কিনেছি কিন্তু গত বছরের তুলনায় এবছর জামা কাপড়ের দাম অনেকটাই বেশি।শায়েস্তাগঞ্জ এর পার্শবর্তী ছনাও গ্রামের ইয়াছমিন আক্তার জানার এক মেয়ের জন্য দুইটি জামা ক্রয় করার ইচ্ছা থাকলেও ঈদের বাজারে জামার দাম অনেকটা বেশি, তাই তিনি একটি জামা মেয়ের জন্য ক্রয় করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj