নিজস্ব প্রতিবেদক :
ঈদকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে চোরা চালান চক্রের সদস্যরা। চক্রটি কৌশলে সীমান্তের ওপার থেকে ভারতীয় নানা ধরণের পণ্য এনে ছড়িয়ে দিচ্ছে সারা দেশে।
তবে চোরা চালানরোধে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাতে মাধবপুর থানা পুলিশের সাড়াষি অভিযানে মাধবপুর পৌরসভাস্থ সড়ক ও জনপদের ডাক বাংলোর সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পূর্বপাশে খালি জায়গা থেকে ২৪৪ পিচ ভারতীয় থ্রী পিচ জামা, ২৪০০ জোড়া পুথি ও পাথরের তৈরী কানের দুলসহ চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
যার আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ সাতাশ হাজার ছয়শত টাকা।
আটককৃতরা হল, নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বাগপচড়া গ্রামের আমিনুল হকের পুত্র সামছুদ্দিন (৪০) ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার শ্রীহাস্য মজুমদার বাড়ির আব্দুর রশিদের পুত্র মাইন উদ্দিন (৩৯)।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর ১৪৮ পিচ ভারতীয় বিভিন্ন রংয়ের নরমাল থ্রি পিচ, ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর ৪৮ পিচ ভারতীয় বিভিন্ন রংয়ের ক্যাটালগ থ্রি পিচ, ১টি পাটের চটের বস্তার ভিতর ৪৮ পিচ ভারতীয় বিভিন্ন রংয়ের ক্যাটালগ থ্রি পিচ, ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর সাদা প্লাষ্টিকের ৫৬ বক্স পুথি ও পাথরের তৈরি এমিটিশনের কানের দুল, ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর সাদা প্লাষ্টিকের ৪৪ বক্স পুথি ও পাথরের তৈরি এমিটিশনের কানের দুল জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দেয়ার পর আদালতে প্রেরণ করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj