এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে বিশাল একটি গাছ ভেঙে পড়ে দীর্ঘক্ষন যান চলাচল বন্ধ ছিল।এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭/৮টার দিকে চণ্ডী ছড়া সাতছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
দেখা যায়, ভারী ঝড় ও বৃষ্টি পাহাড়ের ভূপৃষ্ঠে হেলে থাকা বিশাল গাছটি ঝড়ের কবলে ঢাকা সিলেট পুরাতন মহা সড়কের মাঝখানে ভেঙে পড়ে।এক সময়ের ব্যস্ততম এ সড়কে কিছুটা সিথিল হলেও কিছু সময়ের মধ্যে ভারী যানবাহনের যানজটের সৃষ্টি হয়।এতে বিদ্যুৎ সেবাসহ ভোগান্তিতে পড়ে গাড়িচালক এবং যাত্রীরা।
এসময় টহলকারী চুনারুঘাট থানা পুলিশের একটি টিম অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বে তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ এক ঘন্টা শেষে ভেঙে পড়া গাছটি সড়ক থেকে সরানো হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সিএনজি চালিত অটোরিক্সা চালক মোহাম্মদ কামাল জানান, সন্ধ্যা ৭/৮টার মধ্যে সিলেটে ভারী শিলা বৃষ্টি এবং বাতাস হয়।এর প্রভাব চুনারুঘাট উপজেলায়ও পরেছিল। সন্ধ্যা ৭ টার দিকে হঠাৎ গাছটি সড়কে ভেঙে পড়ে। রাস্তার দুইপাশে ছোট বড় বেশ কিছু গাড়ির লাইন হওয়ায় ফায়ার সার্ভিস আসার আগেই থানা পুলিশের টিমের সাথে সহযোগিতা করে স্থানীয়রা গাছটি অপসারণ করতে সক্ষম হয়।
এ বিষয়ে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ হিল্লোল রায়,তার ব্যক্তিগত ফেইসবুক পেইজে সত্যতা নিশ্চিত করেন। এবং সকল কে সচেতন ও সবসময় সতর্ক থাকার পরামর্শ দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj