এফ আর হারিছ, বাহুবল থেকেঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র ক্যান্সার আক্রান্ত বাচ্চু মিয়ার বাঁচার আকুতি। তিনি বাঁচতে চান। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেননা মৃত্যুপথ যাত্রী বাচ্চু মিয়া।
জানা যায়, ২০২১ সালে বাচ্চু মিয়া প্রবাসে থাকাকালীন সময়ে তার পেটে টিউমার ধরা পড়ে, এতে করে এ বছরই তিনি টিউমার অপারেশন করার জন্য দেশে চলে আসেন, এবং পেটের টিউমার অপারেশন করান।
এরপর খেয়ে না খেয়ে, পড়ে না পড়ে কোনো রকম চলছিল তার সংসার। দীর্ঘদিন পর তার পেটে আবার টিউমার হয়ে গেলে গত ৮ মার্চ ২০২৪ ইং তারিখে পূনঃরায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করেন।
এবার অপরেশনের পর তার পেটে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার । বাচ্চু মিয়ার কোনো পুত্র সন্তান নেই। তার রয়েছে ৪টি কন্যা সন্তান। সবার বড় কন্যা সন্তানটি পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীতে পড়ালেখা করে। বাকি ৩ টি কন্যাও পড়ালেখায় রয়েছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসাতো দূরের কথা, খেয়ে না খেয়ে চলছে তার সংসার। পারছেন না দিতে মেয়েদের পড়া লেখার খরচ।
টাকার অভাবে পড়া লেখা বন্ধ হওয়ার উপক্রম তার কন্যাদের। ঘরে নেই কোনো খাবার, নেই চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা। তাই মৃত্যুপথ যাত্রী একজন মানুষকে বাঁচানোর চেষ্টায় সরকারী কোনো সহযোগীতা ও সমাজের বিত্তবান ব্যাক্তিবর্গের নিকট ক্যান্সার আক্রান্ত বাচ্চু মিয়ার বেঁচে থাকার আকুতি জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj