আজমিরীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ হইতে বানিয়াচংগামী শরীফউদ্দিন সড়কে পরপর ৪ টি মোটরসাইকেল ও ১টি লাইটেচ আটকিয়ে গণ ডাকাতি সংগঠিত করে ৭/৮ জনের মুখোশ পড়া একটি ডাকাতদল।
গত বুধবার দিবাগত গভীররাতে ওই সড়কের ঝিংড়ি নামক ব্রীজের অদূরে ডাকাতির ঘটনা ঘটে। দীর্ঘ আড়াই ঘন্টা ব্যাপি অপারেশনে ডাকাতদল অর্ধ-লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতদল এ সময় মোটরসাইকেল আরোহী সেলিম মিয়া নামে এক যুবককে হাত-পা বেঁধে রাখে।
খোঁজ নিয়ে জানা যায়,আজমিরীগঞ্জ হইতে বানিয়াচংগামী শরীফউদ্দিন সড়কে ৭/৮ জনের মুখোশ পরহিত একটি ডাকাতদল গত বুধবার দিবাগত গভীররাতে ডাকাতি সংগঠিত করে। ডাকাতদল ওই সড়কের ঝিংড়ি নামক ব্রীজের অদূরে রাস্তায় চলাচলকারী একের পর এক যানবাহন আটকিয়ে মারধোর করে নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। জলসুখার নোয়াগড় গ্রামের বাসিন্দা মোঃ মোঃ সেলিম মিয়া জানায়, সে বানিয়াচং থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়।
রাত প্রায় ১২ টায় উল্লেখিত ব্রীজের অদূরে পৌঁছলে ৭/৮ জনের মুখোশ পড়া একটি ডাকাতদল দেশীয় অস্ত্রের মূখে তার গতিরোধ করে। পর তার নিকট থেকে নগদ ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে তার হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে। কিছুক্ষণ পর আজমিরীগঞ্জ থেকে আসা একটি লাইটেচ এর একইভাবে গতিরোধ করে। চালককে মারধোর করে নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
রাত প্রায় ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা পর্যন্ত ভূক্তভুগী সেলিমকে বেঁধে রাখার পর তাকে ছেড়ে দেয়। দীর্ঘ আড়াই ঘন্টা সময়ে ডাকাতদল ৪ টি মোটরসাইকেল ও ১টি লাইটেচের গতিরোধ অস্ত্রের মূখে করে লুটতরাজ চালায়। এ বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি বলে জানা যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj