দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
শায়েস্তাগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেমিনার অনু্ষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা চত্বরে বিভিন্ন ভোক্তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক, সামাজিক, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনার ও আলোচনা অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফারজানা আক্তার মিতা এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার( ভূমি) মোহাম্মদ নাহিদ ভূঁইয়া, শায়েস্তাগঞ্জ থানার এসআই হীরক চক্রবর্তী, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুর রকিব, বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার দেব , মোহাম্মদ আব্দুল হামিদ, উপাধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমি, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, আরএফএল গ্রুপের বেস্ট বাই শোরুমের ম্যানেজার মোঃ বাবর মিয়া, আল সোহাগ হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, ধানসিঁড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন, আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার মোঃ শামসু মিয়া, গোপাল মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রঞ্জিত দে প্রমুখ।
বক্তাগণ ভোক্তাদের অধিকারের বিষয় আরো বেশি প্রশাসনের সতর্ক দৃষ্টি এবং বিক্রেতাদের পণ্যের মাননিয়ন্ত্রণ ও মূল্য নির্ধারণে প্রশাসনের সুনির্দিষ্ট হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj