শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার এডভোকেটসী নেটওয়ার্ক কমিটির সান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ (বুধবার) বিকাল ৩টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের কক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলার নেটওয়ার্ক কমিটির সান্মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এডভোকেট সি নেটওয়ার্ক কমিটি শায়েস্তাগঞ্জ শাখার সহ-সভাপতি আব্দুস সালাম মেম্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল আমিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয় সন্মাসিক সভা।
সভায় উপস্থিত সকল সদস্যের আলোচনার প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, দলিত শ্রেণীর কবর স্থানটি পুনরুদ্ধার, হিজড়াদের কর্মসংস্থানের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরানের পক্ষ থেকে হিজড়াদের সেলাই মেশিন বিতরণ এবং শায়েস্তাগঞ্জ উপজেলার শতভাগ প্রতিবন্ধী ভাতা নিশ্চিত করনের জন্য স্থানীয় উপজেলা ডাক্তারদের সাথে আগামী ১৮ মার্চ সৌজন্য সাক্ষাৎ গ্রহণের সিদ্ধান্ত সহ রমজানের ভিতরেই উল্লেখিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
পিছিয়ে পড়া জড়গোষ্ঠী বিশেষ করে দলিত, হিজড়া, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ওয়েব ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
শায়েস্তাগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন রুমি বলেন, রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে এই চার শ্রেণীর মানুষকে সমানভাবে কর্মকান্ডে সমান সুযোগ সৃষ্টি করে দেয়ার বিকল্প নেই। শায়েস্তাগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যবৃন্দ বিগত পাঁচ বছর যাবত এই কর্মকাণ্ড টি চালিয়ে যাচ্ছেন এবং ক্ষেত্রবিশেষে সফলতাও এসেছে।
আগামী দিনগুলোতে এই শ্রেণীর মানুষের জীবন মান উন্নয়নে শায়েস্তাগঞ্জ এডভোকেসী নেটওয়ার্ক কমিটি নিরলসভাবে কাজ করে যাবে, এমন প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।
এসময় উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, আব্দুস সালাম মেম্বার, আব্দুল গফুর কাউন্সিলর, লাইজু কাউন্সিলর,ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ফ্যাসিলিটেটর মো: মোতাব্বীর হোসেন, মিসবাহ উদ্দিন, শিল্পী আক্তার, রাজু আহমেদ প্রমূখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj