শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট :
হবিগঞ্জের চুনারুঘাটে পবিত্র কুরআন প্রতিযোগীতায় বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দিয়েছে এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশন।
সংবর্ধনা উপলক্ষে রবিবার(১০মার্চ) বিকাল ৩টায় পৌরসভার ডিসিপি হাই স্কুল খেলার মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট জামেয়া ইসলামিয়া কওমিয়া শামছুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা জহুর আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট-মাধবপুর-এর সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন,বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন কুয়াকাটা থেকে আগত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী,ঢাকা থেকে আগত ক্বারী শুয়াইব আহমদ আশ্রাফী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান,থানা অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় ও দেশ বরণ্য ওলামায়ে কেরামসহ আরো অনেকেই।
অনুষ্ঠানের শুরুতেই হাফেজ বশির আহমেদ কোরআন তেলাওয়াত করেন।তেলাওয়াত শেষে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হাফেজ বশির আহমেদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।এসময় এসপি আক্তার হোসেন উপহারের কয়েকটি ব্যাগ হাফেজ বশির আহমেদের হাতে তুলে দেয়ার মাধ্যমে তাকে সংবর্ধনা প্রদান করেন।
পরে ইসলামী সঙ্গীত পরিবেশনা হয়।এতে জাতীয় শিশু-কিশোর শিল্পীগোষ্ঠি কলরবের শিল্পী হাফেজ বদরুজ্জামান,আবু রায়হান,ইয়াসিন হায়দারসহ একদল শিল্পীগোষ্ঠি ইসলামি সংগীত পরিবেশনা করেন।
প্রসঙ্গত, গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে ইরান। যেখানে ৮০টি দেশকে পিছনে ফেলে প্রথম হন বাংলাদেশের হাফেজ বশির আহমদ।বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেন ব্যারিস্টার সুমন এমপি'র মা-বাবা "এরশাদ-আম্বিয়া"ফাউন্ডেশনের পক্ষ থেকে।
হাফেজ বশির আহমেদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাড়ি লাখাই উপজেলার বেগুনাই গ্রামে।তার বাবা সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুর রশিদ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj