চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাটে মাদকব্যবসায়ীদের ছুরিকাঘাতে নিহত চা জনগোষ্ঠীর সন্তান সনজু মাল বিষুকে অনাকাঙ্কিত হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তার ও সঠিক বিচারের দাবীতে আমু চা বাগানে মানববন্ধন ও দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করেছে চা জনগোষ্ঠী ও সর্বসাধারণ।
শুক্রবারে তারা এ মানববন্ধন করেন।গত বুধবার (২৮শে ফেব্রুয়ারী) রাত ৮টায় আমু চা বাগানের দুর্গা মন্দির মাঠ প্রাঙ্গনে চার চা বাগানের পঞ্চায়েত প্রতিনিধি, ইউপি সদস্য-সদস্যা,যুবক, ছাত্র ও গন্যমান্য মুরুব্বীগণের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।
আমু, নালুয়া, চন্ডী, চাকলাপুঞ্জি চা বাগানের সমন্বয়ে এই আলোচনা সভায় প্রতিবাদকারী বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারী) ঘাতক মাদক ব্যবসায়ী রফিক মিয়া, শিপন মিয়া নিহত সনজু মাল বিষুকে তার দোকান আমু চিমটিবিল এলাকায় এসে পান, সিগারেট নেয়ার উদ্দেশ্যে দোকানে এসে তাকে বুক বরাবর ছুরিকাঘাত করে তারা সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার সাথে সাথে তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শুক্রবার তার মৃত্যু হয়।তার মৃত্যুতে এলাকায় ও চা বাগানে শোকের ছায়া বিরাজ করছে।
শুক্রবার (১লা মার্চ) ১০ দিন অতিবাহিত হলেও এই পর্যন্ত মামলার কোন আসামীই গ্রেপ্তার হয়নি। আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।আসামী রফিক,শিপনকে গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।
এদিকে লস্করপুর ভ্যালির সাধারণ সম্পাদক অনিরুদ্ধ বাড়াইক ও চা শ্রমিক নেতা মুকেশ কর্মকার বলেন, আমু, নালুয়া, চন্ডী, চাকলাপুঞ্জিসহ চার চা বাগানে সনজু মাল বিষুকে হত্যার দায়ে ও আসামীদের গ্রেপ্তার, দৃষ্টান্ত মূলক শাস্তি দাবীতে প্রতিদিন দুই ঘন্টা করে কর্ম বিরতির মাধ্যমে প্রতিবাদ জ্ঞাপন করা হচ্ছে।যতদিন আসামী গ্রেপ্তার না হয়, ততদিন এই কর্ম বিরতি চলবে বলে জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj