নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নে কোনোভাবেই থামছে না ফসলি জমির মাটি কাটার মহোৎসব। পরিবেশ আইন অমান্য করে মাটি কেটে বিক্রি করা হলেও তেমন কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করলেও তা আমলে নিচ্ছেন না মাটি ব্যবসায়ীরা। আর বিভিন্ন স্থানে মাটি সরবরাহে রয়েছে ট্রাক ও ট্রাক্টর।
মাটিবাহী এসব ভারী যানবাহনের বেপরোয়া চলাচলে বিভিন্ন এলাকায় গ্রামীণ রাস্তাঘাট ভেঙে যাচ্ছে।উপজেলার দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়নে প্রকাশ্যে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে।জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়নে ফসলি জমি থেকে এক্সেভেটের মেশিন ও শ্রমিক দিয়ে জমির শ্রেণী পরিবর্তন করে মাছ চাষের পুকুর, বসতভিটা তৈরি ও জমির উপরিভাগের মাটি কেটে ট্রাক্টর দ্বারা বিভিন্নস্থানে বিক্রি করে আসছে।
এক্সেভেটের দিয়ে মাটি উত্তোলনের ফলে পার্শ্ববর্তী ফসলি জমি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষকেরা। এতে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্যও। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলাচল শুরু করে মাটিভর্তি শতাধিক ট্রাক। মাটিবাহী ট্রাকের প্রভাব পড়ছে সড়কগুলোতেও। ফসলি জমি গুলো থেকে মাটি কাটার এ প্রবণতা বছর দশেক ধরে চলছে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নে। সাম্প্রতিক সময়ে তা বেড়েছে বহুগুণ। এতে করে মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে।
স্থানীয়রা জানান, প্রতি বছর শত শত একর ফসলি জমির মাটি কাটা হচ্ছে। যার কারণে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নে দিন দিন আবাদী জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। ফলে কৃষি উৎপাদন ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকিতে পড়ছে। এতে করে পার্শ্ববর্তী জমি ধসে ভবিষ্যতে গর্তে পরিনত হবে। ক্ষতিগ্রস্ত হবেন এসব মাটি উত্তোলনকৃত জমির প্বার্শবর্তী কৃষকেরা। মাটি উত্তোলন কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj