দিলোয়ার হোসাইন,বানিয়াচং থেকে :
বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীদের পক্ষে জনপ্রতিনিধি সহ সমাজের সচেতন মহল না দাড়ালে অপরাধ প্রবনতা অনেকাংশে কমে যাবে।
বানিয়াচংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত মন্তব্য করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
এ সময় তিনি আরও বলেন, মাদক সেবন ও মাদক বিক্রয় হ্রাস করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
এছাড়াও চুরি-ছিনতাই,গ্রাম্য দাঙা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দিয়ে এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেছেন আমাকে বিভিন্ন উরসে আমন্ত্রণ জানানো হয়েছে আমি যাইনি।
এমন ও হয়েছে আমার নামে উরসের শিরনীর জন্য আস্ত গরু জবাই দিয়ে আমি দিয়েছি বলে প্রচার করেছে।
আমি চাইবো আগামী পাচ বছর বানিয়াচং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভালো থাকে।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
এ সময় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা বক্তব্যে বলেন, বানিয়াচং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কে কঠোর অবস্থানে থাকতে হবে।
পুলিশ প্রশাসনের প্রতি নিরীহ নিরপরাধ ব্যাক্তিদের প্রতি কোনরকম হয়রানি না করে প্রকৃত অপরাধীদেরকে কঠোরভাবে দমনের জন্য আহবান জানিয়েছেন।
এছাড়া পূর্বের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়েছে।
এ সময় মাদক, জুয়া ও চুরি-ডাকাতি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য আহবান জানানো হয়।
আসন্ন রমজান মাস উপলক্ষে বাজার দর স্বাভাবিক রাখতে ও মানহীন ঔষধ বিক্রয় বন্ধ করতে কঠোর হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।
এ সময় বক্তব্য রাখে,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আংগুর মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, চেয়ারম্যান আহাদ মিয়া,আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাস,এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসউদ কোরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম, জয়কুমার দাস, সাদিকুর রহমান, শেখ মিজান, নাসির উদ্দীন চৌধুরী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার দাস,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, পল্লী বিদ্যুৎ এজিএম কম মো: আবুল হাসান,শিক্ষা কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj