সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
জাঁকজমকপূর্ণ আয়োজনে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (হপবিস) ৩৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপী শায়েস্তাগঞ্জ উপজেলার সদর দপ্তর সমিতি বোর্ডের সভাপতি মোঃ মিজানুর রহমান চকদারের সভাপতিত্বে ও এজিএম ( এডমিন ) মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় এই সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয় ।
প্রথমে সাধারণ বার্ষিক সভা শুরুতে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল ।
উদ্বোধন শেষে ৪ শতাধিক গ্রাহকদের উপস্থিতিতে ২০২২-২০২৩ সালের বার্ষিক সভা প্রতিবেদন তুলে ধরা হয় ।
এসময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ( অতিরিক্ত সচিব ) চেয়ারম্যান অজয় কুমার চক্র বর্তী এর পক্ষে বাণী পাঠ করেন বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন আকন্দ ।
বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতি বোর্ডের এ নিয়ে টানা চতুর্থ বারের মতো সভাপতি মোঃ মিজানুর রহমান চকদার , হপবিস জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস , কোষাধ্যক্ষ প্রতিবেদন পাঠ করেন মোহাম্মদ রেজাউল কবির লস্কর ।
বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায় , বিদ্যুৎ বিতরণে সমিতির ২০২২-২০২৩ অর্থ বছরে আয় হয়েছে ( নীট মার্জিন ) ৯ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ১৪১ টাকা ৯২ পয়সা ।
এদিকে ২০১৭ -২০১৮ অর্থ বছরে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ভৌগলিক এলাকা মধ্যে শতভাগ বিদ্যুৎ " শেখ হাসিনা উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ " মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স মাধ্যমে বিদ্যুতায়ন ২০১৯ সালে সম্পন্ন হয়েছে ।
প্রতিবেদন শেষে গ্রাহকদের মাঝে লটারি ড্র অনুষ্ঠিত হয় । পরে বিজয়ীদের মাঝে অনেক পুরস্কার বিতরন করা হয় । সভা শেষে বিকাল সাড়ে ৪ টায় সমিতি বোর্ডের ১১ জন নির্বাচিত এলাকা পরিচালক মধ্যে ৪ জনকে নির্বাহী কমিটি গঠন করা হয় ।
পরে পরিচালক প্যানেল ভোটের মাধ্যমে এবার ও মোঃ মিজানুর রহমান চকদার কে সভাপতি করা হয় এবং এ নিয়ে টানা চতুর্থ বারের মতো সভাপতি হলেন । একই সঙ্গে তৃতীয় বারের মতো সচিব দৈনিক লোকালয় বার্তা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ এমদাদুল ইসলাম সোহেল কে সচিব করা হয়, মোঃ জহিরুল ইসলাম কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
এর মধ্যে মোহাম্মদ রেজাউল কবির লস্কর কে সহ-সভাপতি , মোঃ তাজুল ইসলাম , মোঃ সেলিম মিয়া , মোঃ এমদাদুল হক, সাবেক সভাপতি মোঃ আব্দুল আউয়াল তালুকদার এলাকা পরিচালক ও শামীমা আক্তার , রুজি খাতুন , শরীফুন্নেছা রুজি কে মহিলা পরিচালক ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj