স্টাফ রিপোর্টার :
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারসহ সকল পর্যায়ে নির্বাচিত স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
তিনি গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য প্রদানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ দাবি জানান।
সংসদ সদস্য বলেন, “উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা যে পরিমাণ সম্মানী ভাতা পেয়ে থাকেন তা অত্যন্ত নগণ্য। এ সকল জনপ্রতিনিধিদের পক্ষ থেকে আমি জাতির পিতার কন্যার প্রতি তাঁদের সম্মানী ভাতা বাড়ানোর জন্য জোর দাবি জানাচ্ছি।”
কৃষি বিশ্ববিদ্যালয় ও শেখ হাসিনা মেডিকেল কলেজ পেয়ে হবিগঞ্জবাসী আনন্দিত উল্লেখ করে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে জনসভার মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠানসহ আমাদের অনেক বড় উপহার দিয়েছেন। এজন্য হবিগঞ্জবাসী তাঁকে আরেকবার কাছে থেকে সম্মাননা জানাতে চায়। একই সাথে তিনি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি হবিগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকবার হবিগঞ্জ জেলায় আসার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj