মোহাম্মদ আলী সরকার, শায়েস্তাগঞ্জ:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৮বছরের শিশু কন্যা তৈয়িবাকে ফিরে পেলেন তার বাবা ইউনুস মিয়া। এ ঘটনাটি ঘটেছে ২৬ ফেব্রুয়ারি রবিবার বিকেল সাড়ে ৩টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে।
এব্যাপারে কুঁরিয়ে যাওয়া শিশু কন্যার পিতা মোঃ ইউনুছ মিয়ার সাথে আলাপকালে জানা যায়, গতকাল রবিবার সকালে নরসিংদী জেলা থেকে একটি রিজার্ভ বাস সিলেট শাহজালাল ও শাহ পরান মাজার জিয়ারতের উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই দিন বিকেল সাড়ে ৩টায় বাসটি শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এসে চা পানের বিরতী দেয়। এ সময় বাসে থাকা যাত্রীরা বাস থেকে নেমে খাবার খেতে হোটেলে যায়। এর ফাঁকে ওই মেয়েটি হোটেল থেকে ফিরে এসে দাঁড়িয়ে থাকা বাসের পিছনের অন্য একটি বাসে উঠে যায়। পরে খাবার শেষে বাসের যাত্রীরা বাসে উঠলে বাসটি ছেড়ে দেয়। বাসটি অনেক দূরে যাবার পর মেয়েটির মা বাবা মেয়েটিকে বাসে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। এদিকে মেয়েটি যে বাসটিতে উঠেছিল সেই বাসটিতে তার মা বাবাকে না পেয়ে কাঁদতে থাকে।
এমতাবস্থায় ওই বাসের কন্ট্রাক্টর মেয়েটিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে নামিয়ে দেয়। তাৎক্ষণিক মেয়েটিকে নিয়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের এক ব্যবসায়িক তার ফেইজবুক আইডিতে মেয়েটির সন্ধান জানতে একটি ভিডিও লাইভ দেন। ওই ফেইসবুক ভিডিও লাইভটি ৩০মিনিট পর ওই বাসের যাত্রীদের চোখে পড়ে। পরে বাসটি পুনরায় শাায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে চলে আসলে মেয়ের বাবার হাতে মেয়েটিকে তুলে দেন স্থানীয় জনতা। আলাপকাল ইউনুছ মিয়া বলেন তার গ্রামের বাড়ি ভৈরব, ফিরুজকান্দী গ্রামের, নরসিংদী জেলায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj