বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
দীর্ঘ খরার পর বৃষ্টির দেখা পেলেন বাহুবল সহ হবিগঞ্জবাসী। বসন্তের এই বৃষ্টিতে মৌসুমি ফসলাদি সহ বোরো ফসলের বেশ উপকার হয়েছে।
বৃষ্টির ভিটামিন সমৃদ্ধ পানিতে স্বস্থিবোধ করছেন এই জনপদের বাসিন্দারা। সতেজতা ফিরে পেয়েছে বৃক্ষরাজী ও ফসলাদি।
তবে বাহুবল সহ হবিগঞ্জের প্রত্যান্ত এলাকার সড়কগুলো হয় পড়েছে কর্দমাক্ত। কালো পিচঢালা সড়ক কাদা মাটিতে হয়ে পড়েছে কাচা রাস্তায়।
২২ ফেব্রুয়ারী দুপুরের দিকে জেলার কয়েকটি সড়ক ঘুরে দেখা গেছে, কাদামাটি মিশে পিচ্ছিল হয়ে গেছে পাকা সড়কগুলো। বিশেষ করে জেলা সদরের সাথে সংযোগ রক্ষাকারী মিরপুর-ধলিয়াখাল সড়কের প্রায় ১২ কিলোমিটার রাস্তা কাঁদায় ভরে গেছে। আভ্যয়ন্তরীন গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলছে।
জানা গেছে, মাটি খেকোদের কারণে অল্প বৃষ্টিতেই সড়কগুলোতে সৃষ্টি হয়েছে এ বেহাল অবস্থা। সংশ্লিষ্ট এলাকার ইটভাটায় কৃষি জমি থেকে ট্রাক-ট্রাক্টরযোগে সরকারি রাস্তা দিয়ে মাটি বহন করা হয়। মাটি বহনকালে ট্রাক্টর থেকে মাটি পড়ে শুকনো দিনে ধুলোবালি উড়ে নষ্ট করছে পরিবেশ। আর বৃষ্টি হলে সৃষ্টি হয় কাদামাটি। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট খানাখন্দে জমে পানি।
এমন পরিস্থিতি বিরাজ করছে বাহুবল সদর এবং মিরপুর-মহাশয় বাজার, মিরপুর-নতুন বাজার, নতুন বাজার -সাটিয়াজুরী, মিরপুর-নন্দনপুর সড়কে। উল্লেখিত সড়কগুলো দিয়ে প্রতিনিয়ত চলছে মাটিবাহী ট্রাক্টর। সড়কের অধিকাংশ জায়গার পাশে ইটভাটা। এসব ইটবাটার মাটির ডিপো তৈরি হয়েছে সড়ক ঘেষে। কিন্তু এলজিইডি বা সড়ক ও জনপথ বিভাগ সড়ক নিরাপদ রাখতে রয়েছে নিরব। ভুক্তভোগীদের দাবি সরকারি সড়ক মাটিখেকোদের ট্রাক্টর চলাচলে বিধিনিষেধ আরোপ এবং ইটভাটার মাটির ডিপো সড়ক থেকে অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj