বাহার উদ্দিন :
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ শাখা।
বুধবার(২১ ফেব্রুয়ারি) সকালে বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর নেতৃত্বে এতে অংশ নেন বাপা হবিগঞ্জের সহসভাপতি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব ও নির্বাহী সদস্য এডভোকেট বিজন বিহারী দাস, যুগ্ম সম্পাদক এডভোকেট শায়লা খান, নির্বাহী সদস্য আফরোজা সিদ্দিকা, লুনা আরা প্রমুখ।
এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার কর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা শিশুদের মুখে বর্ণমালার বিভিন্ন অক্ষর, শহীদ মিনার ,জাতীয় পতাকার ছবি আঁকেন।
শিশু তালহা ও তাওসিফ দুই ভাই ফুল নিয়ে এসেছে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। ছোট্ট তাওসিফ এর মুখে আঁকা হয় বাংলা অক্ষর 'আ' ' ক ' এবং শহীদ মিনার।হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী তাওহীদ হোসেন তালহা বলেন, শহীদ মিনারে এসে ভাষা শহীদদের আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। আমার গালে শহীদ মিনার এঁকেছি।
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম জাহান আরিদা বলেন, বাংলা ভাষার জন্য ১৯৫২ সালে সালাম, জব্বার, রফিক, বরকতসহ অনেক সূর্যসন্তান প্রাণ দিয়েছেন। তাদের জীবনের বিনিময়ে আমরা বাংলাকে মায়ের ভাষা হিসেবে পেয়েছি।
ভলেন্টিয়ার ফর বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার কর্মী স্বর্ণা, জুই, রোজিনা, সামিয়া, ইমন, তানিম ও নাহিদা ছবি আঁকেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj