আজমিরীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নে ১নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সামনের রাস্তার ডেনের মুখে সড়কের উপর যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে সৃষ্ট ময়লার স্তুপের কারণে সড়কটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লার দূর্গন্ধে এ সড়কে চলাচলকারী হাজারো মানুষের নাভিশ্বাস চরমে পৌঁছে গেছে।
সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছে পথচারীরা। সড়কটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হলেও তা যেন দেখার কেউ নেই।ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারা দেখে ও দেখে না।
স্থানীয়রা জানায়, সড়কের ওপর আবর্জনার স্তুপ দেখে মনে হয় এটা রাস্তা তো নয় যেন ময়লার ভাগাড়। এ ময়লার দুর্গন্ধে এ সড়ক দিয়ে চলাচলই ছেড়ে দিয়েছি। যারাই চলাফেরা করে তাদেরকে নাক চেপে ধরে যাতায়াত করতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ময়লা ফেলার নির্ধারিত জায়গা ও ডাস্টবিনের অভাবে আবর্জনার স্তুপ তৈরি হয়েছে এলাকায় সড়কের এ জায়গায়। নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ।
মানুষকে নাকে রুমাল দিয়ে চলাচল করতে হয় সড়কের পাশে গড়ে উঠা এ ময়লার ভাগাড়ের কারণে। দিন যত যাচ্ছে সড়কের উপর ময়লার স্তূপ ততই বড় হচ্ছে। ফলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে উৎকট গন্ধে। এতে ঝুঁকির মধ্যে পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। বিশেষ করে বয়:বৃদ্ধ ও শিশুসহ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।পথচারীরা বলেন, সড়কে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা ও মরা মুরগির বিষ্ঠা এমন কি বাথরুমের ময়লা ও এই ডেনে ছাড়া হয়, এর গন্ধে চলাচল করতে কষ্ট হয়। মুখ চেপে শ্বাস বন্ধ করে হাঁটতে হয়। আমরা এ দুর্গন্ধ থেকে পরিত্রাণ চাই।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানায়, কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে প্রতিদিন ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে সড়কের ওপর। এত অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলেও ময়লা-আবর্জনা সরানোর চেয়ারম্যান, মেম্বার সহ কোনো কর্তৃপক্ষই পদক্ষেপ নিচ্ছেন না। এমতাবস্থায় কর্তৃপক্ষের এ বিষয়ের উপর সু-দৃষ্টি একান্ত প্রয়োজন বলেও মনে করেন সচেতন মহল।
এই নিয়ে জলসুখা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ শেখ জুনায়েদ আহমেদের সঙ্গে আলোচনা করলে তিনি জানান এই জাগায় আমাদের ড্রেইন করার পরিকল্পনা রয়েছে বিভিন্ন প্রকল্প আসলে আমি এই বিষয় নিয়ে আলোচনা করি এবং একটি প্রকল্পে তালিকায় রয়েছে এখন ও বাস্তবায়ন হয়নি আশা করি অচিরেই হয়ে যাবে।যখন এই নালা বন্ধ হয়ে যায় পথচারীদের সমস্যা হয় তখন আমি এদের নিয়ে পরিষ্কার করাই।
এই নিয়ে আজমিরীগঞ্জ স্যানেটারী ইনস্পেক্টর আমজাদ হোসেন এর সঙ্গে ফোনে আলাপ করলে তিনি জানান সেখানে আমি জলসুখা ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার মোঃ শেখ জুনায়েদ আহমেদ সহ পরিদর্শন করি, এবং যাহারা আবর্জনা ও ময়লা রাখে। তাদেরকে নিষেধ করে পরিষ্কারের জন্য পরামর্শ দিয়ে আসি। তিনি আরও বলেন তাহারা যদি পরিষ্কার ও ময়লা আবর্জনা রাখা বন্ধ না করে আমরা আইনি ব্যাবস্থা নেব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj