হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় কৃষিবিদ দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কৃষিবিদ দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কৃষিবিদগণ উপস্থিত ছিলেন।
এরপর কৃষিবিদ দিবস উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়। আনন্দ শোভাযাত্রায় ‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগানে মুখরিত করেন শিক্ষার্থীরা। বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শ্রেণিকক্ষে কৃষিবিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত। আলোচনা সভায় সঞ্চালনা করেন জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইফতেখার আহমেদ ফাগুন।
এছাড়া আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ড. অরুণ চন্দ্র বর্মন, সহকারী প্রক্টর ড. মোঃ আবুবকর সিদ্দীক, অস্থায়ী ছাত্রী হলের সহকারী প্রভোষ্ট ডাঃ জাকিয়া সুলতানা কলি, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ সাদেকুজ্জামান ও কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিম মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়ে বলেছিলেন, তোরা আমার সম্মান রাখিস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান এদেশের কৃষিবিদরা সমুন্নত রেখেছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে।
গবেষণা ও সম্প্রসারণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন দেশের কৃষিবিদরা। বঙ্গবন্ধুর অবদানেই এখন কৃষিবিদরা গর্বের সাথে পরিচয় দিতে পারেন। আজকের কৃষিবিদ দিবসে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে প্রতিজ্ঞা করতে চাই, প্রিসিশন এগ্রিকালচারের মাধ্যমে স্মার্ট কৃষিখাত গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষিবিদরা কাজ করে যাবেন’।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj