স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জের বাহুবল উপজেলার মীরেরপাড়া গ্রামে যৌতুকের দায়ে গৃহবধূকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী-শশুরসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পর একটি অভিযানিক দল গোপন সূত্রে খবর পেয়ে মৌলভীবাজার থেকে এ তিন আসামিকে গ্রেফতারের পর বাহুবল মডেল থানায় সোপর্দ করে।
গ্রেফতার আসামিরা হলেন, নিহত গৃহবধু সুলতানা আক্তারের স্বামী নুরুল ইসলাম নাহিদ শাহীন (২৪), শশুর মুদ্দত আলী (৫৭) ও ননদ আখি আক্তার(১৯)।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে চকমথুরা প্রকাশিত নন্দনপুর গ্রামের সফিক মিয়ার কন্যা সুলতানা আক্তারকে বিয়ে দেয়া হয় একই উপজেলার মীরেরপারা গ্রামের মুদ্দত আলীর ছেলে নুরুল ইসলাম নাহিদের সাথে। বিয়ের পর তাদের ঐরসে জন্মগ্রহণ করে এক পুত্র সন্তান। ওই সন্তানের বর্তমান বয়স ১৭ মাস।
সম্প্রতি যৌতুকের জন্য সুলতানাকে স্বামী নাহিদ ও তার পিতা-মাতা নিপিড়ন শুরু করে। বিষয়টি ফোনে সুলতানা তার দুলাভাই মানিক মিয়াকে জানাতো। গত সোমবার সন্ধ্যা রাতে শশুর বাড়িতে সুলতানাকে মারপিট করে । এরপর সে অচেতন হয়ে পড়লে তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার ঘটনা চালানোর চেষ্টা করা হয়।
এক পর্যায়ে শশুর বাড়ির লোকজন সুলতানাকে অচেতন অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় কৌশলে শশুর বাড়ির লোকজন সটকে পড়ে। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
এব্যাপারে নিহত সুলতানার ভাই কামরুল হাসান বাদি হয়ে স্বামী-শশুর, শাশুড়ী, ননদ সহ ৫ জনকে আসামি করে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে র্যাব-৯ এজাহারভুক্ত তিন আসামি গ্রেফতার করে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj