বাহার উদ্দিন,লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে ৪৫ তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ, ৮ তম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ তম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
জাতীয় বিজ্ঞান সপ্তাহ এর উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভা বুধবার (৭ জানুয়ারি) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা আনসার ও ভিডিপি ক র্মকর্তা আব্দুল মোতালেব, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল কাসেম, লাখাই এসিআরসি উচ্চবিদ্যালয়ে শিক্ষক অগ্নিকুমার রায় প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
আলোচনা সভায় বক্তাগন বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান প্রযুক্তি চর্চার বিকল্প নেই। আধুনিক ও বিজ্ঞান মনষ্ক জাতি গঠনে এবং উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞান অনুশীলন ও বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে।
এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরো সচেতন হতে হবে। সভায় শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় ব্রতী হওয়ার আহবান জানানো হয়।
বিজ্ঞান সপ্তাহে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ১১ টি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিতবিজ্ঙান প্রকল্পের ১১ টি স্টল স্থান পায়।
পূর্বান্হে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফিতা কেটে বিজ্ঞান সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। পরে উপজেলা অতিথি বৃন্দ সহ ইউ,এন,ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj