এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় এতিহ্যবাহী দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন মতিন্দ্র স্যারের শেষ কর্ম দিবসে সহকর্মীদের অশ্রুসিক্ত নয়নে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (৩১জানুয়ারী)বিকালে দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের তাৎক্ষণিক আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এসময় তোফাজ্জল হোসেন,নাবিনুল হক নাবিল,কছির মিয়া,নৃপেন্দ চক্রবর্তী,সাদ্দাম হোসেন, আব্দুর রউফ, বশির আহমেদ,মামুন মিয়া ,সোমা দত্ত,রাজিয়া সুলতানাসহ ছাত্রছাত্রী ও শিক্ষকদের অনানুষ্ঠানিক বক্তব্য ও শুভেচ্ছার মাধ্যমে শেষ কর্ম দিবসের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মনোরঞ্জন মতিন্দ্র স্যার।তিনি আবেগাপ্লুত ও অশ্রুটলটল নয়নে সকলর প্রতি দোয়া ও শুভেচ্ছা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একই স্কলে ছাত্র থেকে শিক্ষক হয়ে জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে।
আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মনোরঞ্জন মতিন্দ্র, সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন।
উল্লেখ্য যে,দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ দেশের বিভিন্ন কর্মবিভাগের পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদে বিজয়ী হয়ে সাংসদ হিসেবে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি প্রতিনিধিত্ব করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj