হবিগঞ্জ প্রতিনিধি:
"আত্মমর্যাদার পরিবেশ-কুষ্ট কলঙ্কের হবে শেষ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে জাতীয় কুষ্ঠ কর্মসূচির আয়োজনে জেলা সদর হাসপাতাল থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বক্তাগণ বলেন- কুষ্ঠ কোন অভিশাপ নয়, যথাসময়ে চিকিৎসা করলে কুষ্ঠ রোগ নিরাময় করা সম্ভব। কুষ্ঠ রোগীকে সামাজিক মর্যাদা দিতে হবে, তাদেরকে কখনো অবহেলা করার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিককে উন্নত উন্নত মর্যাদাশীল করার জন্য কাজ করে যাচ্ছে। তাই সবাই মিলে তাদেরকে আত্মমর্যাদাশীল পরিবেশ দিতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল ডাঃ দিব্যেন্দু রায় রাজিব, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা, প্রোগ্রাম অর্গানাইজার উৎপল দিও, হীড বাংলাদেশ ও ল্যাপ্রা বাংলাদেশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কুষ্ট রোগের উপর একটি সচেতনমূলক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj