বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে মরিচ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জানুয়ারি) উপজেলার ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়ন এর মুড়িয়াউক গ্রামের মরিচ প্রদর্শনী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাঠ দিবস দুপুর বেলা মুড়িয়াউক গ্রামের সফল কৃষক মোহাম্মদ আব্দুর রকিব এর সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বুল্লা ইউনিয়ন এর দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ খান।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মোঃ বোরহান উদ্দিন।
আলোচনায় অংশ নেন সফল মরিচ চাষী মোহাম্মদ নাসিম মিয়া, কৃষক ফজলে রাব্বি জিসান,শাহীনুর রহমান মোল্লা শাহীন প্রমুখ।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মরিচ প্রদর্শনী র মাধ্যমে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে বাম্পার ফলন হওয়ায় মরিচ চাষী মোহাম্মদ নাসিম মিয়া চলতিবৎসর সফল হওয়ায় তাঁর উচ্চকিত প্রশংসা করেন অতিথি বৃন্দ।
এতে প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন প্রযুক্তি নির্ভর কৃষিতে বিপ্লব ঘটাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। এ লক্ষ্য পুরনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের যে কোন ধরনের সহযোগিতা করে আসছেন।
প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে নারী-পুরুষের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। বাজারের চাহিদার সাথে সংগতি রেখেই আগাম জাতের শাকসবজি চাষ করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj