বাহার উদ্দিন :
আজ সোমবার সনাতন ধর্মাবলম্বী দের অন্যতম ধর্মীয় আচার-অনুষ্ঠান পৌষসংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি পালন করছেন। লাখাইর সনাতন ধর্মাবলম্বীরা দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে তা পালন করতে যাচ্ছে। পৌষসংক্রান্তির অনুষ্ঠানে অঞ্চলভেদে রয়েছে কিছুটা ভিন্নতা।
লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় বিশেষ এ দিনটি ধর্মীয়ভাব গাম্ভীর্যের মাধ্যদিয়ে উদযাপন করে থাকেন।পৌষ সংক্রান্তির পূর্বদিন রবিবার (১৪ জানুয়ারি) তারা বাঁঁশ বেত ও খড় দিয়ে পাড়ার লোকজন সম্মিলিতভাবে উন্মুক্ত স্থানে ভেড়ার ঘর নির্মান করে থাকে।এ গৃহে তারা সারারাত্রি স্রষ্টার সান্নিধ্য লাভের ও তাদের দেবতা বিশ্ব দেবের স্তুতি গাইতে থাকে। রাত ব্যাপী চলে গুন- কীর্তন ও ধর্মীয় গানবাজনা ও আলোচনা। প্রত্যষে (১৫ জানুয়ারি) স্নান সমাপন করে তাদের এ ভেড়ার ঘর পুড়ে আগুন পোহায়।
মহামহিম ভীষ্মদেরের চিতা কল্পনায় ভেড়াঘর নির্মিত হয় এবং সংক্রান্তি বা উত্তরায়নের প্রথম প্রহরে স্নান করে পবিত্র হয়ে খড় নির্মিত ভেড়াঘর পুরানো হয়। তারপর বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করা হয়। এটি আসাম এবং সিলেট অঞ্চলের কিছু অঞ্চলে ভেড়াঘর পুরানো অনুষ্ঠানটি পালন করা হয়।
এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী জানান আমরা প্রতিবছরের মতো এবারও পৌষ সংক্রান্তির অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। এদিন আমরা প্রত্যুষে ভেড়ার ঘর পুড়ানোর পর দলবেঁধে পাড়ায় পাড়ায় ঘুরে কীর্তন গেয়ে ও লুট দিয়ে থাকি।এ উপলক্ষে প্রতিটি বাড়িতে পিঠা- পুলির আয়োজন ও অতিথি আপ্যায়ন হয়ে থাকে।
তিনি আরোও জানান মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি হিন্দু ধর্ম শাস্ত্রে একটি পবিত্র দিন হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে ১২ টি রাশি রয়েছে। সেই অনুযায়ী ১২ সংক্রান্তিও রয়েছে। সংক্রান্তি হচ্ছে সূর্য কোন রাশিতে গমন করে।একে আবার উত্তরায়নও বলা হয় কেননা ঐ দিন থেকে সূর্য উত্তর দিকে যাত্রা শুরু করে। মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্তএই ৬ মাসকে উত্তরায়ন বলা হয়।হিন্দু শাস্ত্রে উত্তরায়নকে আলোর পথ হিসাবে বিবেচনা করা হয়। এই সময়ে মৃত্যু বরন করলে তার পরমগতি লাভ হয়।
মহামহিম ভীষ্মদেব মকর সংক্রান্তিতে মৃত্যু কামনায় শর শয্যায় ছিলেন এবং মকর সংক্রান্তিতে মৃত্যুবরন করেন।মকর সংক্রান্তির আগের দিন সকালে ভেড়ারঘর তৈরি করে মকরসংক্রান্তির সকালে তা পুড়ানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj