নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের ১৪ মাসের হাছান মিয়া নামের এক শিশুকে খুন করা হয়েছে।সে ওই গ্রামের মোঃ শাহিন মিয়ার ২য় পুত্র। বৃহস্পতিবার(১১ জানুয়ারী)সন্ধ্যায় শাহিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন,খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে এব্যাপারে এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
এ ব্যাপারে নিহত হাছানের 'মা' রুজিনা খাতুন বলেন,গত বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৫টায় তাঁর পাশের ঘরের ভাসুর দুবাই প্রবাসী আব্দুল মতিনের উঠানে আগুন পোহাতে আগুন ধরিয়েছিল মতিনের ছেলে মোঃ রাজিব মিয়া(২৫),মোঃ সজীব মিয়া(২২)ও তাদের মা-বোন এবং ওই ইউনিয়নের চাটপাড়া গ্রামের বাসিন্দা রাজীব-সজীবের আপন খালাতো ভাই মোঃ সাকিব মিয়াসহ(২৩)আরো কয়েকজন।
ওই সময় শাহিন মিয়ার ছেলে হাছান মিয়া তাদের আগুন পোহানোর দৃশ্য দেখতে গেলে সাকিব মিয়া তাকে ধরে আগুনে ফেলে দিতে চায়।এসময় হাছান মিয়া শোরচিৎকার শুরু করলে তাঁর মা রুজিনা খাতুন ঘর থেকে বের হয়ে সেখানে গিয়ে ছেলেকে উদ্ধার করে তার কোলে নিয়ে জানতে চায় আগুনে ফেলে দেয়ার কারণ কী?তখন তাঁরা সবাই মিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায় সাকিব মিয়া একটি সাবুল নিয়ে হাছান ও তাঁর মায়ের মাথায় আঘাত করে।তখন সাবুলের আঘাত হাছানের মাথায় লাগলে সে মায়ের কোল থেকে মাটিতে পড়ে যায়।
এসময় সাকিব ও রাজীব-সজীবসহ অজ্ঞাত কিছু লোক মিলে সেই ছোট্র হাছানের মা ও হাছানকে উপুর্যোপরী আঘাত করতে থাকে।একপর্যায়ে হাছানের পেটের উপড় উঠে দাড়িয়ে থাকে সাকিব।ওই সময় তাদের শোরচিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সেখানে ওই দিবাগত রাত হাছান রাত প্রায় দুইটায় মারা যায়।নিহত হাছানের 'মা' আরো বলেন,দীর্ঘদিন আগ থেকে তাঁর ভাসুরের সাথে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।অতীতে তাদের পরিবারের সদস্যদের কয়েকবার হত্যার হুমকি দিয়ে আসছিল মতিন মিয়ার পরিবাবের লোকজন।এরই জের ধরে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবী নিহত শিশু হাছানের মায়ের।
এদিকে ময়না তদন্ত শেষে শুক্রবার(১২জানুয়ারী)বাদ এশা পারিবারিক কবরস্থানে হাছানকে দাফন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj