এস এইচ টিটু,সৌদিআরব থেকে: সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (০৯ জুলাই) দিনগত রাত সাড়ে ১২ টায় (বাংলাদেশ সময় ১০ জুলাই রাত ৩টায়) সৌদি আরবের মাজমা’আহ এলাকায় ফ্লাইওভারের রেলিং ভেঙ্গে শ্রমিক পরিবহনকারী একটি ট্রাক নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২০ জন বাংলাদেশি। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
নিহতরা হলেন, টাঙ্গাইলের মাসুদ, কিশোরগঞ্জের পাকোন্দিয়ার আলম ও জামালপুরের ওয়াহেদ আলী।
জানা গেছে, ফ্লাইওভারে ওঠার পর ট্রাকটির সামনের চাকা বিস্ফোরিত হলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়। হতাহত শ্রমিকরা সবাই কাজ শেষে বাসায় ফিরেছিলেন।
রিয়াদে বাংলাদেশি দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহত বাংলাদেশিরা সবাই আল-ফাহাদ ক্লিনিং কোম্পানির শ্রমিক হিসাবে সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতার কাজ করতেন।
আহতদের কিং খালেদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিন বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে নীবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আহত বাকি ১৭ বাংলাদেশিকে হাসপাতালের সাধারন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মরদেহ একই হাসপাতালের হিমঘরে রাখা আছে বলে জানান মিজানুর রহমান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj