শেখ মোঃ হারুনুর রশিদ :
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একজন প্রবাসীকে স্যালুট দেয়ার মধ্য দিয়েই এম পি হিসাবে দায়িত্ব পালন শুরু করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বুধবার(১০জানুয়ারী) সংসদে শপথ গ্রহণ করেই বিমানবন্দরে চলে যান আলোচিত এই আইনজীবী ও নবনির্বাচিত সংসদ সদস্য। তিনি বলেন, আমি দুবাইতে একটা অনুষ্ঠানে কথা দিয়েছিলাম,যদি কোনোদিন এমপি হই তাহলে একজন প্রবাসীকে স্যালুট দিয়ে আমার যাত্রা শুরু করবো।
তিনি তাঁর সেই কথা মতো দুবাই থেকে আসা এক প্রবাসীর বিমানবন্দরে দুঃখ দুর্দশার কথা শোনেন। সেসব নিয়ে সংসদে কথা বলবেন বলেও আশ্বাস দেন। পরে সেই প্রবাসীকে স্যালুট জানান তিনি।
এর আগে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন শপথ নিয়েছেন।আজ বুধবার জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সংসদে বিরোধী দল নেই, আপনাদের (স্বতন্ত্র) ভূমিকা কি হবে? জবাবে ব্যারিস্টার সুমন বলেন, ‘বিরোধী দল নেই, আপনি স্বতন্ত্রের ‘প্রেসারেই থাকতে পারবেন কিনা দেখেন।
সৈয়দ সায়েদুল হক সুমন বলেন,আমার ভূমিকা আগের মতোই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা এবং নিজের এলাকাকে যতটুকু পারা যায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবিক অর্থে রূপ দেওয়াই হবে আমার কাজ।
এসব কাজে কী চ্যালেঞ্জ থাকবে— জানতে চাইলে তিনি বলেন, এসব কাজে অসংখ্য চ্যালেঞ্জ থাকবে। একটা-দুইটা না। বাংলাদেশে কাজ তো কেউ-ই করতে চায় না। তার পরও যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর থাকে তা হলে তিনি মানুষের কল্যাণে দীর্ঘপথ পাড়ি দিতে পারবেন।তিনি বলেন,আমি আমার জীবনের বাকী সময়টুকু মানুষের কল্যানে বিলিয়ে দিতে চাই।এক্ষেত্রে সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগীতা চেয়েছেন তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj