মোঃ আবদুল হক রেনু, নবীগঞ্জ থেকে ফিরে :
নবীগঞ্জ উপজেলার পানিউম্দা বাজার সংলগ্ন মোকাম বাজারে এক রাতে ৫ দোকানে চুরির ঘটনা সংঘঠিত হয়েছে।
এ ছাড়া ও ঐ বাজারের নিকটবর্তী কবরস্থানের দানবাক্স ভেঙ্গে আনুমানিক ৮-১০ হাজার টাকা কে বা কারা চুরি করে নিয়ে যায় ।
এ ব্যাপারে আলাপকালে মোকাম বাজারের এক দোকানের মালিক আমিনুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় তিনি দোকান তালাবদ্ধ করে বাড়ি যান।
গত সোমবার দিবাগত গভীর রাতে চোরেরা দোকানের তালাভেঙ্গে ক্যাশ বাক্রে থাকা নগদ ৬০ হাজার টাকা, মিনিট কার্ড ও তেলের বোতল সহ ১ লক্ষ ২০ হাজার টাকার মালামাল কে বা কারা চুরি করে নিয়ে যায়। পর দিন মঙ্গলবার সকালে তিনি দোকানে এসে তালা ভাংঙ্গা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে এ অবস্থা দেখতে পান। এতে তিনি হতাশাগ্রস্থ হয়ে পড়েন।
এছাড়া ও স্থানীয় সূত্রে জানা যায়, একই রাতে ওই বাজারের নূর মিয়ার দোকানের তালা ভেংঙ্গে ক্যাশ বাক্সের থাকা নগদ ১০ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে যায়।
অপরদিকে ঐ বাজারের আয়েল মিয়ার বিকাশের দোকানের তালা ভেংঙ্গে ক্যাশ বাক্সে থাকা নগদ ২০ হাজার টাকা ও মিনিট কার্ড সহ ২৫ হাজার টাকার মালামাল চোরেরা চুরি করে নিয়ে যায়।
এ ছাড়া ও ওই বাজারের ডাঃ মখলিছ মিয়ার ফার্মেসী থেকে দোকানের তালা ভেংঙ্গে ক্যাশ বাক্সে থাকা নগদ ১০ হাজার টাকা কে বা কারা চুরি করে নিয়ে যায়। ওই বাজারের ডাঃ মাসুক মিয়ার ফার্মেসী দোকানের তালা ভেংঙ্গে ক্যাশ বাক্সে থাকা নগদ ৫ হাজার টাকা কে বা কারা চুরি করে নিয়ে যায়। এতে ৫ দোকানের নগদ টাকা ও মালামাল সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল চুরেরা চুরি করে নিয়ে যায়।
অপরদিকে একই রাতে ওই বাজারের ভান্ডারী ফার্ণিচার, হাজেরা সোলার থাই এ্যালুমিনিয়াম গ্লাস হাউজ দোকান ঘরে চোরেরা হানা দেয়। এ চুরির ঘটনা সংঘটিত হওয়ায় ঐ বাজারের সকল ব্যবসায়ী মহলে চোর আতংক বিরাজ করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj