এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : (হবিগঞ্জ) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ ( চুনারুঘাট মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী থেকে ৯৯ হাজার ৫৫৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।
এ আসনে মোট ১৭৭ টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মাহবুব আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।
এছাড়াও ইসলামী ঐক্যজোট প্রার্থী মিনার প্রতীকে আবু সালেহ পেয়েছেন ১৭৫ ভোট, আহাদ উদ্দিন চৌধুরী লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৭ ভোট,আব্দুল মমিন,
ইসলামি ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৭ ভোট,আল আমিন,বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪০ ভোট,মোখলেছুর রহমান,বিএনএম, নোঙর প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৩ ভোট,রাশেদুল ইসলাম খোকন,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৭ ভোট
হবিগঞ্জ -৪ (চুনারুঘাট মাধবপুর) দুই থানা নিয়ে গঠিত এই সংসদীয় আসনের বেসরকারি ফলাফল চুনারুঘাট মাধবপুর উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে ঘোষণাসহ সাক্ষরিত প্যাডে তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাধবপুর এ কে এম ফয়সাল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চুনারুঘাট নীলিমা রায়হানা।
উল্লেখ্য, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট মাধবপুর ) আসনে মোট ৫ লাখ ১২ হাজার ৩০৮টি ভোটের মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৪৩৭ টি ভোট। এর মধ্যে ২ হাজার ৭৬৮টি ভোট বাতিল হয়েছে ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj