নবীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামে মুজিব পল্লী সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ’-এর ৭১ সদস্যবিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।
সকলের সম্মতিক্রমে মিজানুর রহমান সভাপতি, আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক এবং মাহফুজ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার (০৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে মুজিব পল্লী সামাজিক সংগঠনের অফিস প্রাঙ্গণে আলোচনার মধ্যদিয়ে এ কমিটি গঠন করা হয়।
এদিকে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ-এর অন্যতম অঙ্গীকার হচ্ছে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, অসহায়দের পাশে দাঁড়ানোসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কুসংস্কার দূরকরণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা। সংগঠনের কমিটি গঠনকালে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, আমরা যুবসমাজকে নিয়ে সমাজের ভালো কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাব।
সামাজিক সংগঠন মানব কল্যাণ-এর অন্যতম ভূমিকা থাকবে মাদকমুক্ত সমাজ, নিরক্ষরতা দূর, বাল্যবিবাহ রোধ, গরিব-দুখী মানুষের উপকার করা এবং সামাজিক কুসংস্কার দূর করা। বিশেষ করে মানব কল্যাণ-এর সকল সদস্যসহ গ্রামের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক রাকিল হোসেন, নবীগঞ্জ উপজেলার প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আশাহীদ আলী আশা, কমিটির উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল মালেক, ইব্রাহিম,রহমান, শাহিন মিয়া, রায়হান মিয়া, রিমন মিয়া প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj