স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির নৌকা প্রতীকের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন তঁার স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।
বুধবার হবিগঞ্জ শহরের পিটিআই রোড, গার্নিংপার্ক, বাণিজ্যিক এলাকা ও ঘাটিয়া এলাকায় নারীদের অংশগ্রহণে মতবিনিময় সভায় অংশ নেন এবং পরে বাড়ি বাড়ি গিয়ে তিনি গণসংযোগ করেন।
বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমপি আবু জাহির হবিগঞ্জে যে উন্নয়ন করেছেন আলেয়া আক্তার সেগুলোর কথা তুলে ধরেন এবং আগামীতেও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
তিনি বলেন, নৌকা প্রতীকে ভোট দেওয়ায় দেশে নারীদের অধিকার নিশ্চিত হয়। গত ১৫ বছরে তা প্রমাণ হয়েছে।
মাছুলিয়া এলাকার নারীরা তঁার বক্তব্যে সাড়া দিয়ে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। প্রচারণায় জেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের নেত্রীরা উপস্থিত ছিলেন।