জুয়েল চৌধুরী, হবিগঞ্জঃ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ এলাকায় মামলার বাদী এক আইনজীবি সহকারীকে আক্রমন করায় একাধিক মামলার পরোয়ানা ভুক্ত আসামী মিলন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
সে মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের দুলা মিয়ার পুত্র।
বৃহস্পতিবার বিকালে প্রকাশ্যে এ ঘটনাটি ঘটে।
জানাযায়, মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের হবিগঞ্জ কোর্টের আইনজীবি সহকারী জামাল মিয়া (৩০) কে সম্প্রতি মিলন মিয়া বাছিত মিয়া সহ একদল লোক এলাকার রাস্তা থেকে তুলে নিয়ে গাছের সাথে বেধে তার হাত পা ভেঙ্গে ফেলে এবং প্রাণে হত্যার চেষ্ট্রা করে।
এ ব্যাপারে জামাল উল্লেখিতদের বিরুদ্ধে ২টি মামলা করে। আদালত তাদের বিরোদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার মিলন তার দলবল নিয়ে জামাল কে ওই এলাকয় আক্রমন চালায়। এসময় পুলিশ মিলন কে আটক করে। খবর পেয়ে মাধবপুর থানা এস আই মাসুদ রানা মিলনকে সদর থানা থেকে মাধবপুর থানায় নিয়ে যায়।