শায়েস্তাগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি :
বছরে প্রথম দিনেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সরকারি পাঠ্য পুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন (ইউএনও)ফারজানা আক্তার মিতা।
সোমবার (১ জানুয়ারি)সকাল ১০টায় উপজেলার পৌরশহরে সাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে নতুন বই বিতরণের উৎসব কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা।
বছরের প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরে দুপুর ১২ টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদের পরিচালনায় উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ে সরকারি পাঠ্য পুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি (ইউএনও)ফারজানা আক্তার মিতা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাহিদ ভূইয়া,থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ভূইয়া।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার । নতুন বই বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন থানার তদন্ত ( ওসি) তরুণ কুমার দাস , অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ,শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হাসান রতন,বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ অভিভাবক সদস্য জবা রায় ,মেরাজ আলী,বিদ্যালয় শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি ইউএনও ফারজানা আক্তার মিতা বক্তব্যে বলেন- সারাদেশে প্রায় ৪ কোটি শিক্ষার্থী। প্রাথমিক ও ষষ্ঠ-সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা প্রথম দিনেই নতুন সব বই হাতে পাচ্ছে। তবে অষ্টম – নবম শ্রেণির শিক্ষার্থীরা পাচ্ছে আংশিক বই। তোমরা লেখা পড়ার দিকে ভালো মনোযোগী হও। সরকার বিনামূল্যে বই ও উপবৃত্তি সুযোগ সুবিধা অনেক করে দিয়েছে। ছেলে – মেয়ে সমান অধিকার।ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন,তোমারা ছেলেদের চেয়ে আরো শিক্ষায় এগিয়ে যাও।