মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বিওপির বিজিবি সদস্যরা বৃহষ্পতিবার দুপুরে চৌমুহনী বাজারে একটি সিএনজি অটোরিক্সায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ২ নারীকে আটক করেছে।
আটককৃতরা হল কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপুর গ্রামের আবুল কাশেমের স্ত্রী মনোয়ারা (৩০) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পূর্ব হরিপুর গ্রামের মনির হোসেনের স্ত্রী হুসনা বেগম(৩০)।
গোপন সূত্রে খবর পেয়ে ৫৫ বিজিবির ধর্মঘর কোম্পানী সদরের কোম্পানী কমান্ডার সুবেদার আবু হানিফের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।