নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বই বিতরণ উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারি নতুন বই হাতে তুলে দেওয়া হয়।
১ জানুয়ারি ২০২৪ সোমবার নতুন বছরের প্রথম দিনটিতে এই বই বিতরণের উৎসবের আয়োজন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুননাহার বেগমের সভাপতিত্বে সহকারী শিক্ষক হাসানুজ্জামান ভুঁইয়ার পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন – ম্যানেজিং কমিটির সভাপতি শামসুন্নাহার বেগম,সহ সভাপতি অলি হোসেন লেচু,শিক্ষানূরাগী সাখাওয়াত হোসেন টিটু, অভিভাবক সদস্য সেলিনা বেগম সহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
সোমবার নতুন বছরের প্রথম দিনটি উদ্ভাসিত হয়েছিল ক্ষুদে শিক্ষার্থীদের হাসির আলোয়।নতুন শ্রেণিতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম।
উল্লেখ্য, সারা দেশে ন্যায় শায়েস্তাগঞ্জে উপজেলার প্রত্যেকটি স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।