রুবেল মিয়া, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় সিএনজি যাত্রী হামিদ মিয়া (৩৩) নিহত হয়েছে। আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি আছে আরো ২ যাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,১ জানুয়ারি (সোমবার) সকাল ৬ টার সময় উপজেলার জগদীশপুর তেমুনিয়া গ্লোবাল লিংক সিএনজি পাম্পের সামনে রেজিস্ট্রেশন নাম্বারবিহীন মাধবপুরগামী সিএনজিকে অজ্ঞাতনামা ট্রাক চাপা দেয়।
এসময় সিএনজিতে থাকা চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত মফিজুলের ছেলে হামিদ ঘটনাস্থলে মারা যায়।
গোয়াছনগর গ্রামের হাকী আব্দুল এর ছেলে রিপন (২৪) ও কমলপুর গ্রামের রনি মিয়া (২০)কে স্থানীয় লোকজন আহত অবস্থায় মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে গ্রাথমিক চিকিৎসা শেষে বি-বাড়িয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান মৃতদেহ তার পরিবারকে দেওয়া হয়েছে।