নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশী মদসহ একজন গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।
শনিবার(৩০ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান ও পরিদর্শক ফনী ভূষন রায়ের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি ক্রস রোড এলাকায় যাত্রীবাহী বাস আল মোবারাকা পরিবহনে অভিযান চালায়। এসময় বাসের বক্সের ভিতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
এসময় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের আবু জাহের মিয়ার ছেলে মোঃ নিরব মিয়া(২০)কে গ্রেফতার করে।
হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফনী ভূষন রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।