নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ সোহেল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টায় ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তখন তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ও ১৬ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলার কামালমোড়া গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র।
এ ব্যাপারে এসআই আলমগীর বাদি হয়ে মাদক আইনে মামলা করেছেন।