এম সাজিদুর রহমান, বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া চা বাগান বস্তির পাশ থেকে এক অজ্ঞাত নারীর আগুনে ভষ্মিভূত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর ) দুপুরে এ লাশটি উদ্ধার করা হয়। মুখের কিছু অংশ এবং একটি হাতের কয়েকটি আঙুল ও হাড় ব্যতিত সমগ্র শরীর পুড়ে ছাই হয়ে গেছে। লাশের থেকে একটি সেন্ডেল, অর্ধ পোরা লম্বা চুল, কিছু পোড়া টাকা আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে কামাইছড়া চা বাগান বস্তির এক নারী মাটি আনতে গিয়ে তার ঘর থেকে প্রায় ২০ মিটার দুরে পরিত্যক্ত জায়গায় পোড়া লাশ দেখতে পায়। সুমতি গোয়ালা নামের বিধবা ওই নারী তাৎক্ষণিক বাগান কর্তৃপক্ষকে জানান। পরে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে যান বাহুবল- নবীগঞ্জ সার্কেল এর সহকারী পুলিশ সুপার আবুল খায়ের, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান এবং হবিগঞ্জ পিবিআই ইন্সপেক্টর মৃনাল কান্তিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং পিবিআই অভিজ্ঞ একটি টিম তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। পরিক্ষা নিরিক্ষার পর বিস্তারিত বলা যাবে।
পিবিআই কর্মকর্তা মৃণাল কান্তি বলেন, প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে এটি কোন নারীর লাশ হবে। টেস্ট করার পর সঠিক বিষয়ে নিশ্চিত তথ্য বেরিয়ে আসবে।