চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী বাঘা লিটনের বাড়িতে থানার পুলিশ অভিযান পরিচালনা করে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
পুলিশ জানায়, রোববার চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট পৌরসভার হাতুণ্ডা এলাকার মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলে নুরুল ইসলাম লিটন ওরফে বাঘা লিটন (৪০) এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে কালো রঙের পলিথিনের জিপারযুক্ত একটি প্যাকেটের ভিতর ১১০ পিছ এমফেটামিনযুক্ত গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ সময় বাঘা লিটন পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের জানালা দিয়ে পালিয়ে যায়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট যার বাজার মূল্য ৩৩ হাজার টাকা। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায়।