চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- উপজেলার ৯ নম্বর রাণীগাঁও ইউপির গাভীগাঁও গ্রামের শেখ শাহীন মিয়া(৪০)ও মোঃ মোতাব্বির মিয়া(৩০)।
চুনারুঘাট থানার উপ- পরিদর্শক অজিত কুমার তালুকদার জানান,শনিবার ভোররাতে থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত শেখ শাহীন মিয়ার বিরুদ্ধে বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির তিনটি মামলা ও মোঃ মোতাব্বির মিয়ার বিরুদ্ধে একাধিক ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলাসহ দুইটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
বিকালে তাদেরকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।