চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে টমটম যোগে ৩৭ বোতল ভারতীয় মদ পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জানা যায়,বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে চুনারুঘাট থানার (উপ-পরিদর্শক) এসআই অজিত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ১ নম্বর গাজীপুর ইউপির জারুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ওই গ্রামের সুন্দর আলীর পুত্র মাদক কারবারি মোঃ শাহজাহান মিয়া(৩০)কে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, জারুলিয়া টু উসমানপুরগামী পাকা রাস্তায় টমটম যোগে মাদক পাচারের সময় ওই এলাকার ফরিদ মিয়ার বাড়ির সামন থেকে ২৩ বোতল ম্যাজিক মোমেন্টস ভদকা ও ১৪ বোতল রয়েল স্ট্যাগ ডিলাক্স হুইস্কিসহ সর্বমোট ৩৭ বোতল ভারতীয় মদসহ মোঃ শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মাদক কারবারি শাহজাহানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার বিকালে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়।